অনলাইন সংস্করণ;
৩০ শে অক্টোবর বুধবার
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনুস যুক্তরাজ্যভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইম কে দেয়া এক সাক্ষাৎকারে বলেন,বাংলাদেশের ফ্যাসিস্ট শেখ হাসিনা আওয়ামী লীগের কোনো জায়গা হবেনা তারা জনগণকে নিয়ন্ত্রণ করছে তারা রাজনৈতিক ম্যাগাজিনাম তৈরি করছে তারা নিজ স্বার্থে দেশের প্রতিষ্ঠানগুলো ব্যবহার করেছে।
বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎ কালে বলেন আওয়ামী লীগ সম্ভবত বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে তবে অন্তর্বর্তী সরকার দলটির ভবিষ্যৎ নির্ধারণ করবে না কারণ এই সরকার কোনো রাজনৈতিক সরকার নয়।ভবিষ্যতে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত দলগুলো সম্মতির ভিত্তিতে নেয়া হবে।আওয়ামী লীগ নির্বাচনে অংশ গ্রহণ করতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা জানান এ বিষয়ে দেশের রাজনৈতিক দলগুলোর ঐক্যমুক্তের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।
অন্তর্ভুক্তি সরকারের প্রধান উপদেষ্টা আরো জানান আমার রাজনীতিতে যোগ দেওয়ার বা রাজনৈতিক দল গঠনের কোন ইচ্ছা নাই, নির্বাচনের সব প্রস্তুতি শেষ হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এ নিয়ে আলোচনা করব।শেখ হাসিনা সম্পর্কে ডক্টর ইউনুস বলেন শেখ হাসিনা সহ প্রায় ৪৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ট্রাইবুনালের রায় ঘোষণার পর সরকার শেখ হাসিনাকে ফেরত চাইবে বলে জানিয়েছেন যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইম কে।
এদিকে ফিনান্সিয়াল টাইম এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ডক্টর ইউনুসূ সরকার দায়িত্ব নেওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ
প্রকাশ করেছেন ছাত্র-জনতার আন্দোলনের প্রায় ৮০০জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়,তবে হিন্দুদের উপর ব্যাপক সংসতা নিয়ে ভারত যে অভিযোগ করেছে তার কোন সত্যতা নিশ্চিত করেননি সংস্থাগুলো