রংপুর প্রতিনিধি ; উৎসবমুখর পরিবেশে রংপুরে শেষ হলো ১৫দিন ব্যাপী বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা।“বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ স্লোগানকে সামনে রেখে জিলা স্কুল মাঠে বৃক্ষমেলায় ফলদ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী বৃক্ষের সমাহার দেখে আনন্দিত বৃক্ষপ্রেমিরা। তারা বলছেন তরুণ প্রজন্মকে বৃক্ষের প্রতি আকৃষ্ট এবং বৃক্ষের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনকরতেএমনআয়োজনঅত্যন্তজরুরীএদিকে মেলায় আশানুরূপ বিক্রি না হলেও বৃক্ষপ্রেমী ও দর্শনার্থীদের উপস্থিতি দেখে মুগ্ধ হয়েছেন নার্সারী মালিকরা। আগামী বছর বৃক্ষরোপণ মৌসুমে মেলা আয়োজনে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।
বিগত বৃক্ষমেলার তুলনায় এবারের মেলায় রংপুরবাসীর ব্যাপক সাড়া পাওয়া গেছে বলে জানিয়েছেন সামাজি বন বিভাগের রংপর রেঞ্জ কর্মকর্তা মোশাররফ হোসেন।তিনি জানান, বিগত বছরগুলোর তুলনায় এবছর মেলায় দর্শনার্থীদের সংখ্যা দেখার মতো। আমাদের এবারের আয়োজনের যে লক্ষ্য ছিল তা আমরা অর্জন করতে সক্ষম হয়েছি। এবারের বৃক্ষমেলায় অংশ নেয়া ৬৫টি স্টলে লক্ষাধিক গাছের চারা বিক্রি হয়েছে। যার আর্থিক মূল্য ৬৫ লক্ষ টাকা ছাড়িয়েছে ।