নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব রাজধানীর সেগুনবাগিচার রিপোর্টার্স ইউনিটিতে ন্যাশনাল পিপাস পার্টি এন পিপির ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় এক বক্তব্যে বলেন রাজনৈতিক সংগ্রাম কখনো শেষ হয় না ।রাজনৈতিক সংগ্রাম চলতে থাকে। সংস্কার কার্যক্রম তেমনি চলমান থাকে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন আমরা বিশ্বাস করি অন্তর্বর্তী কালীন সরকারের ভিন্ন কোনো রাজনৈতিক এজেন্টা নেই,তিনি বলেন আমরা প্রত্যাশা করি সরকার দ্রুত সংস্কার কমিশন থেকে রিপোর্ট নিয়ে জনগণের সামনে তুলে ধরবেন এবং এগিয়ে নিয়ে যাবেন। সব সংস্কার কিন্তু কিন্তু জনগণের ধারা স্বীকৃত হবে এবং দেশের জনসাধারণকে সেটা মেনে নিতে হবে। জনগণের মতামত ছাড়া কোন সংস্কার দীর্ঘায়িত হবে না।বর্তমান সরকারকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল ইসলাম বলেন দেশবাসীর আপনাদের প্রতি সমর্থন রয়েছে, সেই সমর্থনের জায়গাটা যেন নষ্ট না হয় সেদিকে সজাগ থাকতে হবে । ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার যাদের আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সেসকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির এই শীর্ষ নেতা।বিপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশাবাদ ব্যক্ত করে বলেন আন্তরিকালীন সরকার দ্রুত সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করবে সেই নির্বাচনে যেন জনগণ ভোট দিতে পারে জনগণের ভোটের অধিকার প্রয়োগ করতে পারে। এবং নতুন পার্লামেন্ট গঠন করতে পারে।অনুষ্ঠানে এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে এবং মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফাট পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী, এনডিপির চেয়ারম্যান কারী আবু তাহের, জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এস এম শাহাদাত, ডেমোক্রেটিক লীগের (ডিএল) সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এমএন শাওন সাদেকী, মহাসচিব ইঞ্জিনিয়ার আব্দুল বারিক, এনপিপির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য জহির হোসেন হাকিম, প্রেসিডিয়াম সদস্য শরীফ মনির হোসেন, বেলাল হোসেন, নবী চৌধুরী, যুগ্ম মহাসচিব ফরিদ উদ্দিন, আইন সম্পাদক ব্যারিস্টার ফারিয়া জামান, প্রমুখ নেতৃবৃন্দ