নওগাঁয় ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা বৃত্তির টাকা বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে নওগাঁর মান্দা উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা আঞ্জুমান বানু শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তির টাকা তুলে দেন। জানা যায়, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১৫ জন শিক্ষার্থীকে বাইসাইকেল এবং প্রথম থেকে দ্বাদশ শ্রেণির ১২০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তির ৫ লাখ ৮০ হাজার টাকা বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মান্দা উপজেলা শিক্ষা কর্মকর্তা সেখ শাহ আলম, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আওরঙ্গজেব মিঠু, প্রশাসনিক কর্মকর্তা আব্দুস সালাম প্রমুখ