শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টারঃ
নওগাঁর বদলগাছী উপজেলার গোবরচাঁপা বাজারেদুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া অবিস্ফোরিত অবস্থায় ৬টি ককটেল উদ্ধার করেছে থানা পুলিশ।সোমবার দিবাগত ৮ টারদিকে গোবরচাঁপা হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মুল ফটকের সামনে ককটেল বিস্ফোরনদণেরঘটনাটি ঘটে। এঘটনায় বাজারে আতংক ছড়িয়ে পড়ে। ঘটনার পর এদিন রাত সাড়ে ৮টারদিকে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা কর্মীরা আওয়ামীলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে তাদের বিচার দাবি করে।স্থানীয়রা বলেন, সোমবার রাতে উপজেলার মিঠাপুরের দিক থেকে সাদা রঙের একটি মাইক্রোবাস এসে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পৌছার পরই সেখানে ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। ধারণা করা হচ্ছে ঐ মাইক্রোবাস থেকে ককটেলগুলো নিক্ষেপ করা হয়েছে। এতে কারো কোনো ক্ষতি না হলেও বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের মাঝে ছড়িয়ে পড়েছে আতংক। এসময় মাইক্রোবাসটি দ্রুত সেখান থেকে বদলগাছীর দিকে চলে যায়। স্থানীয়রা বলেন, আমরা শব্দ শুনে সেখানে যাই। গিয়ে শুনতে পাই দুটো ককটেল বিস্ফোরণ হয়েছে। মাইক্রোবাস থেকে ককটেল গুলো নিক্ষেপ করা হয়েছে। আর জয় বাংলা স্লোগান দেওয়া হয়েছে বলেও স্থানীয়রা জানান।সত্যতা নিশ্চিত করে বদলগাছী থানার অফিসার ইনচার্জ শাহজাহান আলী বলেন, খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলের দিকে রওয়ানা দেই। পথে দুটো সাদা মাইক্রোবাস বদলগাছীর দিকে চলে যেতে দেখা যায়। এরপর আমরা ঘটনাস্থল পৌছে সেখান থেকে অবিস্ফোরিত তাজা ৬টি ককটেল উদ্ধার করা হয়েছে। তবে সেখানে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানা যায়।এব্যাপারে আইনানুগ ব্যবস্তা গ্রহণের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি