শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টারঃ
নওগাঁয় ব্যাটারি চালিত চার্জার ভ্যানসহ এক শিশু চালক ৩দিন ধরে নিখোঁজ রয়েছে। বিভিন্ন স্থানে খোঁজা-খুজি করেও তার কোনো সন্ধান মিলেনি। শেষে এঘটনায় গত সোমবার রাতে থানায় সাধারণ ডাইরি করা হয়েছে। নিখোঁজ শিশু হলেন, নওগাঁর মান্দা উপজেলার কালিসফা গ্রামের সুলতান আলীর ছেলে শারিকুল ইসলাম (১৪)। নিখোঁজ শিশুটির বাবা সুলতান আলী বলেন, আমি ব্যাটারি চালিত চার্জার ভ্যান চালিয়ে পরিবারের সদস্যদের নিয়ে জীবিকা নির্বাহ করি। কয়েকদিন ধরে অসুস্থ থাকায় আমি ভ্যান নিয়ে বের হতে পারিনি। এ অবস্থা দেখে আমার শিশু সন্তান শারিকুল ইসলাম ভাড়া মারার উদ্দেশ্যে গত রবিবার সকালে চার্জার ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে আমার ছেলে নিখোঁজ রয়েছে। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খুঁজেও সন্তানের সন্ধান পাওয়া যায়নি। মান্দা উপজেলার দেলুয়াবাড়ি বাজারের একাধিক ব্যবসায়ী জানান, রবিবার সকাল থেকে ভ্যান চালক শারিকুল ইসলামকে দেলুয়াবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীবহন করতে দেখা গেছে। বিকেলের পর থেকে বাসস্ট্যান্ড এলাকায় তাকে আর দেখা যায়নি।এব্যাপারে মান্দা থানার অফিসার মনসুর রহমান বলেন, চার্জার ভ্যানসহ শিশু শারিকুল নিখোঁজ হওয়ার বিষয়ে সোমবার রাতে থানায় সাধারণ ডাইরি করা হয়েছে। বিষয়টি তদন্তের জন্য থানার এসআই শামীম হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে