নওগাঁয় বর্নাঢ্য আয়োজনের মধ্যেদিয়ে পালিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস। দিবসটি উপলক্ষে সোমবার সকাল সাড়ে ৯ টায় নওগাঁ সার্কিট হাউজ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকরে কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পচিালক উত্তম কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ ইব্রাহীম, জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক নূর মোহাম্মাদ, রানীর প্রধান নির্বাহী অফিসার ফজলুল হক খান সহ প্রমুখ বক্তব্য রাখেন।