নওগাঁয় ‘ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সপ্তাহে ২৪ ঘন্টায় সার্বক্ষণিক স্বাভাবিক প্রসব সেবা জোরদান বিষয়ক অবহিতকরণ কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় এর আয়োজন করেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্ম সচিব সারোয়ার মোর্শেদ চৌধুরী।
কর্মশালায় জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ ইব্রাহীমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (এমসিএইচ-সার্ভিসেস) ডাঃ মাহমুদুর রহমান, রাজশাহী বিভাগীয় পরিবার পরিকল্পনার কার্যালয়ের পরিচালক দেওয়ান মোর্শেদ কামাল, নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুনির আলী আকন্দ, নওগাঁ পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক কস্তুরী আমিনা কুইন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন, নওগাঁ পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী উপ-পরিচালক ডাঃ কামরুল আহসান টিপু, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল কালাম আজাদ, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শফিক ছোটন সহ প্রমুখ।