
সাভার উপজেলা প্রতিনিধিঃ
সাভারের দত্তপাড়া এলাকায় শান্তা (৩৫) নামের এক নারীর ৪ টুকরো খন্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় নিহতের স্বামী নয়ন (৪০) কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ১০ টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন সাভার মডেল থানার বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ওয়াজেদ আলী। এর আগে গতকাল রাত ১০ টার দিকে সাভারের বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকার বব-মারলি রেস্তোরাঁর পিছনের খোলা জায়গা থেকে ওই নারীর ৪-খন্ডিত মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে নিহত নারীর নাম শান্তা (৩৫) বলে জানা গেছে। তিনি ঢাকার ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের বাসিন্দা ছিলেন। নিহত নারীর স্বামীর নাম নয়ন (৪০), তিনি পেশায় রাজমিস্ত্রী ছিলেন। তারা ঘটনাস্থলেই পাশেই একটি ভাড়া বাসায় থাকতো বলে জানা যায়।স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল রাতে ওই এলাকায় নারীর মস্তকহীন দেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নারীর হাত ও মস্তকহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ওই স্থানের পাশ থেকে বস্তাবন্দি অবস্থায় মাথা ও হাত উদ্ধার করা হয়। এঘটনায় অভিযান পরিচালনা করে রাতেই নিহতের স্বামী নয়নকে আটক করা হয়েছে। তবে কি কারনে তাকে হত্যা করা হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায় নি।সাভার মডেল থানার বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ওয়াজেদ আলী বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। একই সাথে নিহতের স্বামী নয়নকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি। বিস্তারিত পরে জানানো হবে।