অনলাইন ডেস্ক :
আজারবাইজানের বাকুতে শুরু হয়েছে সপ্তাহব্যাপী জাতিসংঘের আয়োজনে বিশ্ব জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন ২৯তম আসর৷ প্রধান উপদেষ্টার প্রেস উইং এর তথ্যসূত্রে জানা যায়, ডক্টর মুহাম্মদ ইউনুস বুধবার বাংলাদেশ সময় দুপুর ১.৩০ মিনিট থেকে বিকেল ৩টার মধ্যে কপ ২৯-এ ওয়ার্ল্ড লিডারস ক্লাইমেট অ্যাকশন সামিটের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন আজারবাইজানের রাজধানী বাকুতে সোমবার ১১ নভেম্বর কপ-২৯ শুরু হয়েছে। প্রধান উপদেষ্টা জলবায়ু সম্মেলনে যোগ দিতে চার দিনের সফরে এখন বাকুতে আছেন।বিভিন্ন সূত্র থেকে জানা যায় ২০০৬ সালের নোবেল শান্তি বিজয়ী, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান বিশ্বের বিভিন্ন দেশের অন্তত ২০ জন শীর্ষ নেতা এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।প্রফেসর ইউনূস কপ-২৯ ভেন্যুতে বিশ্ব নেতাদের শীর্ষ সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ও তুর্কি ফার্স্ট লেডির সঙ্গে দেখা করেন। আরো দেখা করেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে ও নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পোডেল, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু সঙ্গে সাক্ষাৎ করেননএবং শুভেচ্ছা জানান। এ ছাড়া আরো অন্যান্য দেশের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন ও শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোঃ ইউনুস