গোলাম সারোয়ার, ব্রাহ্মণবাড়িয়া ব্যুরোঃ
করেছি দৃঢ় অঙ্গীকার, মাদক নির্মূল হবেই এবার প্রতিপাদ্যে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার লালপুরে মাদক নির্মূল আন্দোলন লালপুর এর উদ্যোগে গণজমায়েত ও পথসভা অনুষ্ঠিত হয়।
১৫ নভেম্বর (শুক্রবার) সকালে স্থানীয় লালপুর বাজার জামে মসজিদের সামনে ৯ টি সামাজিক সংগঠন এর সমন্বয়ে গণজমায়েত ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।মো: হুমায়ুন কবির এর সঞ্চালনায় ও লালপুর ইউপি বিএনপির সভাপতি মো: বাবুল মিয়ার সভাপতিত্বে গণজমায়েত ও পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: কামাল উদ্দিন।নোয়াগাঁও ঐক্য পরিষদ, লালপুর মানরকল্যাণ যুব সংঘ, লালপুর প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন ট্রাস্ট, সম্জ কল্যাণ যুব সংগঠন, লালপুর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ, ব্লাড ফর লালপুর, বায়েক সমাজ কল্যাণ সংগঠন, প্রচেষ্টা ফাউন্ডেশনসহ লালপুরের সর্বস্তরের সচেতন নাগরিকদের সমন্বয়ে মাদক নির্মূলে একাত্মতা ঘোষণা করা হয়।এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক ও আশুগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক, বিশিষ্ট ব্যবসায়ী মো: শামীম চৌধুরী, মাওলানা আজিজুর রহমান, বিশিষ্ট সমাজসেবক মো: জামাল মিয়া, লালপুর এসকে দাস উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: আমিরুল ইসলাম, মো: এনামুল হক, কিশলয় কিন্ডার গার্টেনের অধ্যক্ষ মো: সিজন মোল্লা, বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সাজিবুল ইসলাম শুভ, ব্লাড ফর লালপুরের এডমিন মো: সাব্বির আহমেদ খান, লালপুর মানবকল্যাণ যুব সংঘের সভাপতি আরিফুল ইসলাম মিঠু, মো: তোফায়েল আহমেদ, সমাজকল্যাণ যুব সংগঠনের সদস্য মো: কাশেম মিয়া, লালপুর প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন ট্রাস্টের সদস্য সাইফুল ইসলাম রাহিম, লালপুর মানবকল্যাণ যুব সংঘের সভাপতি ফারুক হোসাইন, নোয়াগাঁও ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক সোহরাব হোসেন মোল্লা প্রমুখ।
বক্তারা বলেন, মাদকের করালগ্রাসে তরুন ও যুবসমাজ ধ্বংসের স্তুপে পরিণত হয়েছে। সেজন্য লালপুর থেকে মাদক নির্মূল করতে এবং মাদকের ব্যাপারে কোন আপস নয় এ বিষয়ে দূর্বার সামাজিক আন্দোলন গড়ে তুললেই মাদক নির্মূল আন্দোলন আলোর মুখ দেখবে।