নেত্রকোণায় জাকের পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত..
ব্যুরো প্রধান নেত্রকোণা :নেত্রকোণায় জাকের পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) সকালে জেলা শহরের মোক্তারপাড়া এলাকায় পাবলিক হল মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় নেত্রকোণা জেলার সবকটি উপজেলার ইউনিয়ন এবং পৌরসভার প্রতিটি ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জাকের পার্টি নেত্রকোণা জেলা শাখার সভাপতি মানিক সরকারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ সুরুজ আলীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, জাকের পার্টির কেন্দ্রীয় মহাসচিব মোঃ শামীম হায়দার।বিশেষ অতিথির বক্তব্য দেন, জাকের পার্টির কেন্দ্রীয় সম্পাদক ও স্বেচ্ছাসেবক ফ্রন্টের অতিরিক্ত সচিব মাহবুবুর রহমান হায়দার, জাকের পার্টির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য হুমায়ূন কবির, শেখ নজরুল ইসলাম লিটন সহ অনেকেই।