অনলাইন সংস্করণ :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া মামলাগুলোকে রাজনৈতিক মিথ্যা ও সাজানো’ উল্লেখ করে অবিলম্বে সব মামলা প্রত্যাহার করার জোড়ালো দাবি জানিয়েছেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। পাশাপাশি সব গুম-খুনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন এই নেতা ।১৮ নভেম্বর) ফরিদপুরের ছাত্রদলের যৌথ কর্মিসভায় বক্তব্য রাখেন যুবদল সভাপতি। আমরাই গড়ব আগামীর স্বপ্নের বাংলাদেশ’ স্লোগান সামনে রেখে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে সংগঠন তিনটির দিকনির্দেশনামূলক এই যৌথ কর্মিসভা অনুষ্ঠিত হয়।গত ১৬ বছরে আওয়ামী লীগ সরকারের অবৈধ কর্মকাণ্ড দেশের জনগণ ভালোভাবে নেয়নি। তাদের সেসব কর্মকাণ্ড মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। তাই আওয়ামী লীগ যা করেছে বিএনপি সেটা করবে না। মানুষের ওপর কোনো ধরনের অন্যায়-জুলুম করা যাবে না। এরই মধ্যে দলীয় শৃঙ্খলা ভঙ্গকারী এক হাজারেরও বেশি নেতাকর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বলে উল্লেখ করেন যুবদল সভাপতি।ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় শৃঙ্খলা ভঙ্গের ক্ষেত্রে ‘জিরো টলারেন্স নীতি’ গ্রহণ করেছেন। তাই শৃঙ্খলা ভঙ্গে দলের কোনো নেতা-কর্মীকে ছাড় দেওয়া হচ্ছে না।দেশের মানুষ বিগত ১৬ বছরে ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত তারা নিজেদের পছন্দসই প্রার্থীকে ভোট দিতে পারেনি। তারা এখন ভোট দিতে উন্মুখ। কেন্দ্রীয় যুবদলের সভাপতি অন্তর্বর্তী সরকারকে উল্লেখ করে বলেন নির্বাচনমুখী প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম শেষে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন।ফরিদপুর জেলা যুবদলের সভাপতি রাজীব হোসেনের সভাপতিত্বে এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক আলী রেজা তরুন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাহরিয়ার সিথিল ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান সবুজ সহ অন্যান্য নেতৃবৃন্দ