কাশেম আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি;
/ ১০৯
জন দেখেছেন
আপডেটঃ
বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
শেয়ার করুন
মাগুরায় বৈষম্যবিরোধী জাতীয় মেডিকেল টেকনোলজিষ্ট ও ফার্মাসিস্ট এর উদ্যোগে মানববন্ধন
মাগুরায় বৈষম্যবিরোধী জাতীয় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পরিষদ (মেডিকেল টেকনোলজিষ্ট ও ফার্মাসিস্টদের একটি অরাজনৈতিক পেশাজীবি সংগঠন) এর আহ্বানে মানববন্ধনে ৬ দফা দাবি জানায়।
মাগুরায় বৈষম্যবিরোধী জাতীয় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পরিষদ (মেডিকেল টেকনোলজিষ্ট ও ফার্মাসিস্টদের একটি অরাজনৈতিক পেশাজীবি সংগঠন) এর আহ্বানে মানববন্ধনে ৬ দফা দাবি জানায়।
বুধবার (২০ নভেম্বর) দুপুরে মাগুরা মেডিকেল কলেজের সামনে এ সমাবেশ টি অনুষ্ঠিত হয়। এ সমাবেশটি পেশাজীবী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট বৃন্দ, মাগুরা জেলা।এ মানববন্ধনে উপস্থিত ছিলেন, মোঃ কামরুজ্জামান (মেডিকেল টেকনোলজিস্ট রেডিওগ্রাফি বিভাগ), মোঃ রাসেল পারভেজ (ফার্মেসী বিভাগ), মোঃ লিয়ামিন হোসেন (ডেন্টাল বিভাগ), মোঃ হেলাল উদ্দিন (ল্যাবরেটরি বিভাগ), মোঃ মোতালেব হোসেন মুন্না (ল্যাবরেটরি বিভাগ), মোঃ সালামিন (ফিজিওথেরাপিস্ট) ও অন্যান্যরা। এ সময় তারা ৬ দফা দাবি জানায়, দেশের আপামর জনসাধারণের মানসম্মত ও সঠিক স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ন্যায্য দাবিগুলো হলো, ১। স্বতন্ত্র পরিদপ্তর গঠন করতে হবে, ২। ডিপ্লোমাধারীদের ১০ ম গ্রেড (২য় শ্রেনীর গেজেটেড) পদমর্যাদা প্রদান করে WHO এর আনুপাতিক হারে পদ সৃজন পূর্বক দ্রুত নিয়োগ এর ব্যবস্থা করতে হবে পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে ২০১৩ সালের স্থগিতকৃত নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে, ৩। গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের নবম গ্রেডের পদসৃষ্টি পূর্বক চাকুরীজীবিদের আনুপাতিক হারে পদোন্নতির নিয়ম বহাল রেখে স্ট্যান্ডার্ড সেট আপ ও নিয়োগবিধিতে অন্তর্ভুক্ত করতে হবে, ৪। ঢাকা আইএইচটি কে বিশ্ববিদ্যালয় রূপান্তর করে উক্ত বিশ্ববিদ্যালয় সহ সকল আইএইচটিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট শিক্ষকদের স্বতন্ত্র ক্যারিয়ার প্লান গঠন করে বিদ্যমান নিয়োগ বিধি ও অসংগতিপূর্ণ গ্রেড সংশোধন করতে হবে, ৫। মেডিকেল টেকনোলজি কাউন্সিল ও ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন এবং প্রাইভেট সার্ভিস নীতিমালা প্রণয়ন করতে হবে, ৬। বি ফার্ম সহ সকল অনুষদের বি এস সি ও এম এস সি কোর্স চালু করা এবং স্কলারশিপ সহ প্রশিক্ষণ ভাতা চালু করতে হবে।