রাণীনগর প্রেসক্লাবের সহ-সভাপতি ইন্তেকাল
কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) : নওগাঁর রাণীনগর প্রেসক্লাবের সহ-সভাপতি মিল্টন খন্দকার (৪৩) ইন্তেকাল করেছেন-ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার রাত পৌনে ১২টায় মারা যান তিনি। মিল্টন খন্দকার উপজেলার চকমুনু গ্রামের খাজা নিজাম উদ্দীনের ছেলে। এছাড়া শুক্রবার সকাল সাড়ে ৯টা নাগাদ সাংবাদিক মনোরঞ্জন চন্দ্রের পিতা হারান চন্দ্র স্যুন্নাসী (৯০) মারাগেছেন। নিজ বাসভবনে মারা যান তিনি। হারান চন্দ্র উপজেলার শীবের মাধাইমুরি গ্রামের বাসিন্দা।
মিল্টন খন্দকারের পারিবারিক সুত্র জানায়,বৃহস্পতিবার রাতে নিজ গ্রামে ওয়াজ মাহফিল শুনে নওগাঁ সদরে বোনের বাসায় যান। রাত অনুমান পৌনে ১২টা নাগাদ হঠাৎ অসুস্থ্য হয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। শুক্রবার বাদ জুম‘আ নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। মৃত্যু কালে দুই সন্তান,স্ত্রী বাবা-মা-ভাই-বোনসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে যান।