নওগাঁয় ঘন কুয়াশা সেই সাথে তীব্রশীত- নিউমেনিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরা।
নওগাঁয় হঠাৎ করে বেড়েছে ঘন কুয়াশা আর শীত। মঙ্গলবার সকাল থেকে সারাদিন সূর্যের দেখা পাননি নওগাঁবাসী। গত কয়েক দিন ধরেই চলছে শীতের প্রকোপ। যার কারণে শৈত প্রবাহ অনেক বেড়েছে। যার কারণে ঠান্ডাজনিত অসুখ বেড়েছে। গত ৭দিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১শ জন শিশু।
মঙ্গলবার সকাল থেকে ঘন কুয়াশার কারণে নওগাঁর রাস্তাঘাটে জনসাধারণের চলাচল তেমন নেই বললেই চলে। একান্ত প্রয়োজন ছাড়া কেউ যেন বাসা থেকে বের হতেই চাচ্ছেন না। অতিরিক্ত সতর্কতার কারণে সড়ক দূর্ঘটনা এড়াতে গণপরিবহনসহ অন্যান্য যানবাহনের হেড লাইট জ্বালিয়ে রেখে চলাচল করছে। হঠাৎ করে এই কুয়াশা ও শীতের কারণে ঠান্ডা জনিত অসুখ সর্দি, কাশি ও জ্বরসহ বিভিন্ন রোগ বেড়েছে।
এবিষয়ে নওগাঁ সদর হাসপাতালের সিভিল সিভিল সার্জন ডাঃ আবুহেনা মোহাম্মদ রায়হানুজ্জামান সরকার বলেন, গত এক সপ্তাহে নওগাঁ সদর হাসপাতালে নিউমেনিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ৮৩ জন আর জেলার অন্যান্য হাসপাতালে ভর্তি হয়েছে ১৭ জন শিশু। এছাড়াও ডায়েরিয়া রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ৫শ ৯৭ জন রুগী।
বদলগাছী আবহাওয়া অফিসের উচ্চমান পর্যবেক্ষক হামিদুল ইসলাম বলেন, আজ সকাল ৬ টায় নওগাঁর সর্বনিম্ন তাপমাত্রা ১০.৮ডিগ্রি সেলসিয়াস ও বাতাসের আদ্রতা শতভাগ বিকেল ৩ টায় তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস ও বাতাসের আদ্রতা ৭৭ শতাংশ। গতকাল নওগাঁর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস।