অনলাইন সংস্করণ:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবরসহ ২১ আগস্ট গ্রেনেড মামলায় ১৯ আসামিকে খালাস দিয়েছেন বিজ্ঞ আদালত ।সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর খালাস পাওয়ার পর প্রতিক্রিয়া জানিয়েছেন তার স্ত্রী তাহমিনা জামান। প্রতিক্রিয়া তিনি বলেন দীর্ঘদিন যাবত অপেক্ষার পর অবশেষে ন্যায় বিচার পেয়েছি। এ কারণে মহান আল্লাহ তায়ালার প্রতি শুকরিয়া সাবেক এই মন্ত্রীর সহধর্মিনী আরো বলেন ন্যায় বিচার পাওয়ার আশায় এতোদিন অপেক্ষা করা যে কী কষ্ট, তা একমাত্র ভুক্তভোগীরাই বলতে পারবে। আদালত আমাদের ন্যায় বিচার দিয়েছেন।
১ ডিসেম্বর রোববার বেলা ১১টার দিকে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।