আশুলিয়ায় আলোচিত ফয়সাল হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। জমি বিরোধের জেরে তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয় বলে জানায় পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেফতারও করেছে। তাদের কাছ থেকে উদ্ধার করেছে হত্যায় ব্যবহৃত দেশীয় অস্ত্র।গ্রেপ্তারকৃতরা হলেন- মানিকগঞ্জের শিবালয় থানার বেচপাতা এলাকার আব্দুল মান্নাফের ছেলে মহিউদ্দিন মহির (৩০), বগুড়া জেলার ধনুট থানার সোনারগাঁও এলাকার ইব্রাহিমের ছেলে শাহ আলম (২৬), আশুলিয়ার গাজিরচট আমবাগান এলাকার আনোয়ার হোসেনের ছেলে রাহুল (৩০) ও একই এলাকার আনা মিয়ার ছেলে হাবিব (৩৪) মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে আশুলিয়া থানায় এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনূর কবির।
পুলিশ জানায়, হত্যাকাণ্ডের মিশনের পর আসামিরা গা ঢাকা দেন। পরে পুলিশ মানিকগঞ্জে অভিযান চালিয়ে হত্যার মিশনে অংশ নেয়া ভাড়াটিয়া খুনি মহিউদ্দিন মহির, শাহ আলম, রাহুল ও হাবিবকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে হত্যায় ব্যবহৃত ১টি চাপাতি, ২টি ছোরা ও ৩টি মোটর সাইকেল উদ্ধারের পর জব্দ করে। পরে তাদের আদালতে পাঠায় পুলিশ। সংবাদ সম্মেলনে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির বলেন, গত ৩০ নভেম্বর আশুলিয়ার মধ্য গাজিরচট এলাকায় ফয়সাল কবির নামের এক যুবককে ধারালো অস্ত্রের আঘাতে নৃসংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। সংবাদ পেয়ে সাথে সাথেই তদন্তে নামে আশুলিয়া থানা পুলিশ। হত্যার মোটিভ আয়ত্তে নিয়ে পুলিশ আসামীদেরকে সনাক্ত করে। তথ্য প্রযুক্তির সহায়তায় আসামীদের গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান পরিচালনা করে মানিকগঞ্জের শিবালয় থানা এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়।