গোলাম সারোয়ার, ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ফিরোজ মিয়া সরকারি কলেজ এর উদ্যোগে এবং কলেজ হলরুমে পারিবারিক আইনে সমতা আনি, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ করি প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৪ উদযাপন উপলক্ষে এক বিশেষ আলোচনা সভা ও সমাবেশের আয়োজন করা হয়।০৯ ডিসেম্বর ( সোমবার ) দুপুরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিরোজ মিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাওছার পারভীন। অনুষ্ঠানের শুরুতে বর্ণাঢ্য র্যালি পুরো কলেজ প্রাঙ্গন প্রদক্ষিণ করে সমাবেশ স্থলে এসে মিলিত হয়।
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের প্রভাষক ও উদযাপন কমিটির আহবায়ক জাহানারা ফেরদৌসের সঞ্চালনায় মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. এমদাদুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক দর্শন বিষয়ের প্রভাষক মুহাম্মদ আনোয়ার হোসেন, রসায়ন বিষয়ের গীতা রানী সাহা, ইসলামী শিক্ষা বিষয়ের প্রভাষক আবু হানিফ মোহাম্মদ নেয়ামতুল্লাহ, ইতিহাস বিভাগের প্রভাষক মেহেরুন্নেসা প্রমুখ।
এছাড়া কর্মচারী ও শিক্ষার্থীদের পক্ষে বিভিন্নজন বক্তব্য রাখেন।অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, নারী নির্যাতন প্রতিরোধ একার পক্ষে কারও সম্ভব নয়। সকলের সম্মিলিত প্রচেষ্টায় নারী নির্যাতন কিছুটা কমিয়ে আনা সম্ভব। এই লক্ষ্যে নারী পুরুষ আপামর জনসাধারণকে তাদের ছেলে মেয়েকে লেখা পড়ার প্রতি বিশেষ গুরুত্ব প্রদানের জন্য আহবান জানান। সভাপতি তার সমাপনি ভাষণে বলেন, বিশেষ করে কন্যা শিশুদের শিক্ষিত করার জন্য প্রতি মা’কে বিশেষভাবে নজর দিতে হবে। কারণ কন্যা শিশু শিক্ষিত হলে একজন আদর্শ মা তৈরি হবে।