মাগুরায় জাতীয়তাবাদী কৃষকদলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বুধবার (১১ ডিসেম্বর) সকাল ১১ টায় শহরের ভায়না মোড় বিএনপির অফিসের সামনে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মকাণ্ড শুরু হয়। পরে অফিস চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এ সময় বাদ্যযন্ত্রের সাথে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি ভায়না থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে ঢাকার রোড হয়ে পারনান্দুয়ালী গিয়ে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়। এ সময় এ র্যালিতে কয়েকশ নেতাকর্মী অংশগ্রহণ করেন।উক্ত সভায় কৃষক দলের আহব্বায়ক ও কেন্দ্রীয় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুবাইয়াত হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা বিএনপি নেতা আলহাজ্ব মনোয়ার হোসেন খান। সঞ্চালনায় ছিলেন মাগুরা জেলা কৃষক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম হীরা। আলোচনাসভায় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, সদর থানা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন, পৌর বিএনপির আহবায়ক কিজিল হাসান খান, সাবেক জেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রহিম সহ মাগুরা জেলার কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।