মহান বিজয় দিবস উপলক্ষে শহিদ জিয়া স্মৃতি টুর্নামেন্ট ২০২৪ আয়োজনে বিশাল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হাজার হাজার উৎসুক জনতার উপস্থিতিতে অনুষ্ঠিত হলো চরাঞ্চলের ঐতিহ্যবাহী খেলা রশি টানাটানি। ময়মনসিংহ সদর উপজেলার মীরকান্দাপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে হাজার হাজার উৎসুক জনতার উপস্থিতিতে (১৩ ডিসেম্বর ২০২৪) তারিখে এক বিশাল রশি টানাটানি খেলা অনুষ্ঠিত হয়েছে।খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাকির হোসেন বাবলু, আহবায়ক ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলমগীর মাহমুদ আলম, যুগ্ম-আহবায়ক ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, রোকনুজ্জামান সরকার (রোকন) সদস্য সচিব ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি। বীর মুক্তিযোদ্ধা বৃন্দ,স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ শিক্ষক ছাত্রসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ । অনুষ্ঠানটিতে আনুমানিক ২০ হাজার লোকের সমাগম ঘটেছিল।
প্রথম পুরস্কার রোকনুজ্জান রোকম এর পক্ষ থেকে একটি ষাঁড় দেওয়া হয়েছে, রানার কাপে দুইটি খাসি দেওয়া হয়েছে। অনুষ্ঠানে পুরস্কার বিতরণের পূর্বে বিশেষ অতিথির বক্তব্যে জননেতা রোকনুজ্জামান রোকন বলেন, চরাঞ্চলের এই ঐতিহ্যবাহী খেলায় অংশগ্রহণ করতে পেরে এবং আমাকে অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়ার জন্য চরাঞ্চলবাসীর উপস্থিত হাজার হাজার জনতার প্রতি এবং আয়োজক কমিটির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। জাকির হোসেন বাবলু বলেন, সুস্থ দেহ সুন্দর মন,ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল ”। আমি আজ চরাঞ্চলের এই ঐতিহ্যবাহী খেলায় অংশগ্রহণ করে সত্যিই অভিভূত হয়েছি। পরিশেষে জননেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চান এবং আগামী নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট চান এই নেতা। উৎসুক হাজার হাজার জনতা বিএনপির পক্ষে আগামী নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার জন্য দুই হাত তুলে সমর্থন জানিয়ে দেন। ঐতিহ্যবাহী এই খেলায় সভাপতিত্ব করেন পরানগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মো. আবুবকর সিদ্দিক তালুকদার। আয়োজন কমিটির আহবায়ক ছিলেন, হেলাল আহমেদ (হেলাল), সাবেক সাধারণ সম্পাদক কোতোয়ালি থানা বিএনপি, ময়মনসিংহ।