চালককে ছুরিকাঘাত করে অটো রিকশা ছিনতাই চেষ্টার অভিযোগে স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে শনিবার ১৪ ডিসেম্বর রাত সোয়া ১০টারদিকে বগুড়া জেলা সদরের মাটিডালী (নেসকো অফিস) এলাকায়। এঘটনায় জনতা স্বামী-স্ত্রী ও অপর এক নারী মোট ৩ জনকে আটক পূর্বক স্থানিয় ফুলবাড়ী ফাঁড়ী পুলিশের কাছে সোর্পদ করেছেন। ছুড়িকাঘাতে আহত অটো রিকশা চালক আনিছার রহমান (৪০)। তিনি বগুড়া জেলা সদর উপজেলার বারপুর পাচবাড়িয়া এলাকার মৃত সোলেমানের ছেলে। অটোরিকশা চালক আনিছার রহমান বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অটোরিকশা ছিনতাই চেষ্টার অভিযোগে আটককৃত ৩ জন হলেন, বগুড়া শহরের
কাটনার মধ্যপাড়া এলাকার মৃত শাহিনুর ইসলামের ছেলে তপু ইসলাম (২০), তপু ইসলাম এর স্ত্রী মোসাঃ বৈশাখী খাতুন (১৯) ও সুলতানগঞ্জ এলাকার নাঈম ইসলাম এর স্ত্রী মোসাঃ রুহী খাতুন (২০)। অটোরিকশা চালক আনিছার রহমানের ছেলে আকাশ বলেন, শনিবার রাত সোয়া ১০ টারদিকে ৩ ব্যক্তি শাখারিয়া যাওয়ার কথা বলে তার বাবার ভাড়াই চালিত অটোরিকশা ভাড়া করেন। মাটিডালীর কালিবালা এলাকায় পৌছালে ৩ জনের মধ্যে থাকা এক ছেলে ছিনতাইকারী পিঠে ছুরি ঠেকিয়ে অটো ছিনতাইয়ের জন্য আমার বাবাকে হত্যার চেষ্টা করাহলে আমার বাবা চিৎকার করেন চিৎকার শুনে লোকজন এগিয়ে এসে বাবাকে উদ্ধার করেন এবং দুই নারীসহ ৩ জনকে আটক করেন। পরে পুলিশ এসে তাদের থানায় নিয়ে যান। এঘটনার ব্যাপারে
ফুলবাড়ী পুলিশ ফাঁড়ীর এস আই আমিনুল ইসলাম বলেন, অটো রিকশা চালককে ছুরিকাঘাত করে অটো রিকশা ছিনতাইকালে জনতা ২ জন নারীসহ ৩ জনকে আটক করে রেখেছে এমন খবর মুঠোফোনে পেয়ে ফাঁড়ী পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থল পৌছে আটককৃতদের পুলিশি হেফাজতে নেওয়া হয়৷ এব্যাপারে আহত অটো চালকের ছেলে বাদী হয়ে থানায় একটি ছিনতাই মামলা দায়ের করায় আটককৃত নারী পুরুষ ৩ জনকে রবিবার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।