নতুন বছরে দেশবাসীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ২ নং রানীপুকুর ইউনিয়ন শাখার পক্ষ থেকে অগ্রীম শুভেচ্ছা জানিয়েছেন দলটির আহ্বায়ক জননেতা মো: মোজাহিদুল ইসলাম।
শুক্রবার দলটির রানীপুকুর ইউনিয়ন কার্যালয়ে সকল নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করার সময় তিনি বলেন, ২০২৫ সালের বাংলাদেশ হবে এগিয়ে যাওয়ার বাংলাদেশ। ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যেমে আমরা যে নতুন দেশটি ফিরে পেয়েছি,তার যত্ন আমাদেরই নিতে হবে,তা না হলে স্বৈরাচার আওয়ামীলীগ আবার সুযোগ নিবে ও দেশকে পুনরায় ধ্বংস করে ফেলবে।২০২৫ এর বাংলাদেশ হবে স্বৈরাচার মুক্ত ও মেহনতি মানুষের অধিকারের পরিপূর্ণ দেশ। নতুন বছরটি ভালো কাটুক, বছরের প্রতিটি দিন সুখ ও শান্তিতে ভরে ওঠুক, আমরা BNP পরিবার এমনটি চাই..অসাম্প্রদায়িক, ধর্ম-বর্ণ, জাত-পাত ভেদে এক অন্য ধরনের বাংলাদেশ। যার আইন শাসন ও নিরপেক্ষতা হবে প্রশ্নাতীত। যার রাজপথ থাকবে শান্ত। মানুষ হবে কর্মমুখর।ভালোবাসার রং ছড়িয়ে যাবে প্রতিটি ঘরে ঘরে।
২নং রানীপুকুর ইউনিয়ন এর সদস্য সচিব মো:রেজাউল করিম রেজা বলেন আমাদের লিডার জনাব তারেক রহমান এর ৩১ দফা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ২১ দফা এ দেশের মানুষের জন্য মুক্তির দলিল। রাজনীতি জনগনের জন্যে, তাই জনগনকে সঙ্গে নিতে হবে এবং জনগনের সঙ্গে থাকতে হবে, আমরা সেটাই করবো ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, গণতান্ত্রিক দেশে আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে, একতাবদ্ধ হয়ে কাজ করবো।