ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে ইবি শাখা ছাত্রদল।
বুধবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক স্থাপিত বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে পুষ্পাঞ্জলি অর্পণ করেন দলটি। পরে দোয়া ও মোনাজাতে অংশ নেন দলীয় নেতাকর্মীরা।
এসময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমী মিথুনের নেতৃত্বে উপস্থিত ছিলেন- যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ, আহসান হাবীব, আনারুল ইসলাম। আহবায়ক কমিটির সদস্য সাব্বির হোসেন, রাফিজ আহমেদ, নুর উদ্দিন, তরীকুল ইসলাম সৌরভসহ অন্যান্য নেতা ও কর্মীরা।