বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি।। হবিগঞ্জের বাহুবল উপজেলার ডুবাঐ এলাকায় অবস্থিত আকিজ ভেঞ্চার লিমিটেড এ গ্যাস লাইন বিস্ফোরণে হতাহতের ঘটনা নিয়ে এলাকায় চলছে নানা গুঞ্জন। কন্ট্রোল রুমে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশনের সংযোগ লাইনে ৩১ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৯ টার দিকে মেরামতের কাজ করার সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে একজন প্রকৌশলী সহ ৪ জন নিহত হয়। আহত হয় আরও দুইজন। এ ঘটনার দিন গভীর রাতে আকিজ কোম্পানিতে রহস্যজনক একটি হেলিকপ্টার অবতরণ এবং উড্ডয়ন নিয়ে লোক মুখে ছড়িয়ে পড়েছে না গুঞ্জন। স্থানীয় বাসিন্দা স্বপন চৌধুরী সহ একাধিক ব্যক্তি হেলিকপ্টার অবতরণের বিষয়টি রহস্যময় আখ্যা দিয়ে বলেন, মৃতের সংখ্যা ৪জন নয়, আরও বেশি হতে পারে।
তবে কোম্পানির এডমিন হাবিবুর রহমান মুঠো ফোনে ৪ জনের অধিক নিহতের বিষয়টি উড়িয়ে দিয়ে বলেন, এখানে মৃতের সংখ্যা নিয়ে লুকোচুরির কিছু নেই। সাংবাদিকরা আর আরও অনুসন্ধান করে দেখতে পারেন। তিনি জানান, ২ জানুয়ারি হাসপাতালে চিকিৎসা শেষে চাঁদপুর জেলার ফয়ছল মিয়া (৩৫) বাড়ি চলে গেছেন এবং একজন এখনো চিকিৎসাধীন।
উল্লেখ্য , ৩১ ডিসেম্বর সকালে কোম্পানির ভিতর জালালাবাদ গ্যাস ট্রান্সমিশনের সংযোগ লাইনে ত্রুটিপূর্ণ স্থানে মেরামত করতে যান ঢাকার মেসার্স গাজিপুর গ্যাস কোম্পানি লিমিটেড থেকে আগত প্রকৌশলী ও টেকনিশিয়ান । এ সময় হঠাৎ গ্যাস লিক হয়ে বিকট শব্দে গ্যাস লাইনে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলে চাদপুর জেলার মিজান গাজী (৩৫), একই এলাকার মাহফুজ (৩০), ভোলা জেলার রিয়াজ উদ্দিন (২৮) ইব্রাহিম (৩৫) নিহত হয়।