জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি পেতে ঘোষণাপত্র সপ্তাহ পালন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। এজন্য ৬ থেকে ১১ জানুয়ারি সারাদেশে গণসংযোগ, লিফলেট বিতরণ ও সমাবেশ করবে তারা। তবে, গণপরিষদ এবং সংসদ উভয় নির্বাচন একসাথে হলেও তাদের কোন আপত্তি নেই বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।
জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি আদায়ের উদ্দেশ্যে গত ৩১ ডিসেম্বর প্রক্লেমেশন বা ঘোষণাপত্র দেয়ার সিদ্ধান্ত নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। সরকারের আশ্বাসে তারা ঘোষণাপত্র প্রকাশ না করলেও সমাবেশ করে কেন্দ্রীয় শহীদ মিনারে, ঘোষণাপত্র প্রকাশে ১৫ দিন সময় দেয়া হয় সরকারকে।
এ বিষয়ে দৃশ্যমাণ উদ্যোগ না দেখায় এ নিয়ে সংবাদ সম্মেলন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।
শনিবার (৪ জানুয়ারি) করা সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ৭১ এর স্বীকৃতি থাকলেও নব্বই বা ২৪ আন্দোলনের কোন স্বীকৃতি নেই। সেই স্বীকৃতি পেতেই জুলাই ঘোষণাপত্র দেয়ার সিদ্ধান্ত নিলেও অন্তর্বতী সরকারের আশ্বাসে পিছিয়ে আসে তারা, কিন্তু এ বিষয়ে সরকারের কোন উদ্যোগ নেই। সকল রাজনৈতিক দলগুলোকে জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি আদায়ে উদ্যোগ নেয়ারও আহ্বান জানান তারা।
এছাড়াও, সরকার কার্যকর উদ্যোগ না নিলে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেয় বৈষম্য বিরোধী আন্দোলন ও নাগরিক কমিটি।