৯ই জানুয়ারি সোমবার বিকাল ৪ ঘটিকায় জাহানারা এন্ড লতিফুর রহমান ট্রাস্ট ঢাকা কর্তৃক মোহাম্মদপুর বিরামপুর অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের (এন ডি ডি) আয়োজনে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র সুয়েটার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের (ইনডিডি) প্রধান শিক্ষক গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীত বস্ত্র সুয়েটার বিতরণ করেন, উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল, পলিপ্রয়াগপুর ইউপি চেয়ারম্যান রহমত আলী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুমন কুমার মহন্ত, উপজেলা একাডেমী সুপারভাইজার আব্দুস সালাম আরো অনেকে।
এ সময়ে এনডিডি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ২০০ পিস শীতবস্ত্র সুয়েটার বিতরণ করা হয়।
অত্র বিদ্যালয়ের শিক্ষক – কর্মচারী সহ সুধীজন প্রিন্ট মিডিয়ার ইলেকট্রনিক সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।