কিশোর গ্যাংয়ের লিডার সহ ৪ জনকে আটক করেছে র্যাব।
জয়পুরহাটের সদর থানার নতুন চাতাল বাজার এলাকায় অভিযান পরিচালনা করে কিশোর গ্যাংয়ের লিডার গোলাম রব্বানী সহ ৪ জনকে আটক করেছে র্যাব।
সত্যতা নিশ্চিত করে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট কাম্প থেকে জানানো হয়, র্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানার নেতৃত্বে বুধবার পূর্বরাত সাড়ে ১২ টারদিকে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, জয়পুরহাট জেলা সদর থানার নতুনহাট শেখপাড়া গ্রামের মোঃ ওবায়দুলের ছেলে মোঃ গোলাম রব্বানী (২৪), একই গ্রামের মোঃ আলতাবের ছেলে মোঃ ফাহিম শেখ (২০), মোঃ নজরুলের ছেলে মোঃ ইব্রাহীম হোসেন (২০) ও একই থানার শান্তিনগর গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে মোঃ শাহিন হোসেন (২৩)।
র্যাব-৫, সিপিসি-৩ আরো জানান যে, আটককৃত ৪ জন এলাকায় কিশোর সন্ত্রাসী হিসেবে পরিচিত। এরা সবাই রব্বানী গ্রুপের সদস্য, যেখানে রব্বানি তাদের গাং লিডার। গ্যাং লিডার গোলাম রব্বানীর নামে পুর্বে একটি অস্ত্র মামলাসহ মোট ৪ টি মামলা রয়েছে এবং মোঃ শাহিন হোসেনের নামে একটি মামলা রয়েছে। তারা প্রায় ৭/৮ জন একত্রিত হয়ে জয়পুরহাট সদর থানার নতুন হাট গরুরহাটের এক পরিত্যক্ত দোকানের পেছনে সমবেত হয়ে গাঁজা ও ফেন্সিডিল সেবন করে ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল। অভিযানের সময় তাদের কাছ থেকে ধারালো টিপ চাকু, ফেন্সিডিলের বোতল, গাঁজার পুরিয়া সহ মাদক সেবন করার অন্যান্য সরঞ্জামাদিও পাওয়া যায়। এছাড়াও গত শনিবার নতুনহাট গরুর বাজারে এক গরু ব্যবসায়ীর কাছ থেকে ৬ লাখ টাকা ছিনতাই হয়।
এরপর জয়পুরহাট র্যাব ক্যাম্পের সদস্যরা এ ব্যাপারে নতুনহাট এলাকায় গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নজরদারি বৃদ্ধি করে গোপন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করলে রব্বানী গ্যাংয়ের ৮ জন সদস্যের মধ্যে ৪ জন সদস্যকে আটক করতে সক্ষম হয়।
আটককৃতদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় পেনাল কোড-১৮৬০ এর ৩৯৩/৩৪ তৎসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় মামলা দায়ের করে বুধবার দুপুরে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও নিশ্চিত করা হয়।