সৈয়দ আখলাক উদ্দিন মনসুর শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দিনারপুর দেওয়ান বাড়ির কৃতি সন্তান এবং বর্তমান শ্রীমঙ্গল পৌর শহরে বসবাস দেওয়ান আরিফুল করিম । তাঁর কোনো চিন্তাশীল এবং অলসতা নেই বিভিন্ন কাজে । তিনি হাসিখুশি থেকে সবার মনজয় করেন । বিনয়ী ও প্রজ্ঞা আর আন্তরিকতা যার নেতৃত্বে মূল হাতিয়ার । তিনি ব্যাংকার দেওয়ান আরিফুল করিম । তিনি শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকায় পূবালী ব্যাংক লিমিটেড শাখায় দায়িত্ব নেওয়ার পর ব্যাংকের ভেতর ও বাহিরে অনেক রুচিশীল সৌন্দর্য ভাবে ডেকোরেশন করেন এবং প্রচুর গ্রাহক করে মনজয় করেছে গ্রাহকদের সাথে । পরে তিনির পরিকল্পনায় গত ২০২২ সালে ১৩ এপ্রিল বুধবার শায়েস্তাগঞ্জ পৌর শহরে দাউদনগর বাজার স্টেশন রোড এলাকায় এম এ মুক্তাদির কমপ্লেক্স পূবালী ব্যাংক লিমিটেড উপশাখা খোলা হয় । আগামী দিন গুলো তাঁর আরো সুন্দর ও বর্ণিল হউক । পরিবার , প্রতিষ্ঠান , সমাজ ও রাষ্ট্রের কল্যাণে তাঁর দু-হাত আরো সমপ্রসারিত হউক , এমন প্রত্যাশা আমাদের । পূবালী ব্যাংকের ব্যবস্থাপক দেওয়ান আরিফুল করিম বিদায় অনুষ্ঠানে সতীর্থরা এই মন্তব্য করেন । বৃহস্পতিবার ব্যাংক শাখা ভেতরে এই বিদায় সংবর্ধনা আয়োজন করা হয় । শায়েস্তাগঞ্জ পৌর শহরে পূবালী ব্যাংক লিমিটেড উপ-শাখা ব্যব সংস্থাপক আসাদুজ্জামান নূর এর সভাপতিত্বে ও অত্র শাখার সিনিয়র অফিসার আবু কাওসার মোল্লার পরিচালনায় অসংখ্য ব্যাংকের গ্রাহক , বিভিন্ন পেশাগত লোক জন উপস্থিতিতে বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন , শায়েস্তাগঞ্জ তথা হবিগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সারোয়ার আলম শাকিল , অত্র ব্যাংক শাখার অপারেশন ম্যানেজার জয়া নাহা , সিনিয়র অফিসার জাকারিয়া হোসেন , কিবরিয়া চৌধুরী , শাহ নওয়াজ , সিজার আহমেদ , তাজুল ইসলাম , মোঃ মোরশেদ আলম , আব্দুর রশিদ প্রমুখ । অনুষ্ঠানে বিদায়ী অতিথিকে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয় । উল্লেখ্য, বিদায়ী তিনি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় পূবালী ব্যাংক লিমিটেড শাখায় দেওয়ান আরিফুল করিমকে ব্যবস্থাপক হিসেবে বদলি করা হয়েছে ।