আজ সকাল ৯:৩০ টায় নেত্রকোণা জেলাধীন বারহাট্রা উপজেলা আওয়ামী লীগের সদ্য সাবেক সভাপতি আজিজুর রহমান ওনার নিজ বাড়ীতে শেষ নিশ্বাস ত্যাগ করেন।( ইন্না-লিল্লাহি…. রাজিউন), মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৮৪ বছর। দীর্ঘদিনের এই রাজনীতির জীবন দশায় উপজেলায় হাজার হাজার নেতা কর্মী ও গুণগ্রাহী তৈরি করেছেন। সৎ এবং বঙ্গবন্ধু পাগল এই মানুষটি সারাজীবন দল এবং জনগণের কল্যাণে কাজ করে গেছেন বলে জানান উপস্থিত নেতৃবৃন্দ।
পারিবারিক ভাবে তিনি ২ ছেলে এবং ৩ মেয়ে রেখে গেছেন।
এদিকে এই নেতার মৃত্যুতে শোক জানিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক ও পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের, নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক এডঃ শামছুর রহমান লিটন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল কবির খোকন, সাধারণ সম্পাদক কাজী সাখাওয়াত হোসেন।
আজ বিকাল ৪:৩০ টায় বারহাট্রা উপজেলা খেলার মাঠে হাজার হাজার মানুষের জানাজায় আরো উপস্থিত ছিলেন বারহাট্রা-নেত্রকোণা সংসদীয় আসনের সংসদ সদস্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকণ্যাল প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু এমপি, সুমানগঞ্জ জেলার ধর্মপাশা-তাহেরপুর-জামালগঞ্জ-মধ্যনগর সংসদীয় আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন এমপি, নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি গোলাম রসুল তালুকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক নূর খান মিঠু, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার রায়, সাংগঠনিক সম্পাদক এডঃ ইফতেখার উদ্দিন মাসুদ, দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম,কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির নেতা, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রেজাউল হাফিজ রেশিম, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক দেওয়ান রনি,জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাকিল হাসান,সাংগঠনিক সম্পাদক মোঃ মিছবাহ উদ্দিন খান আছাদ সহ জেলা উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের সর্বস্তরের নেতৃবৃন্দ।
জানাজায় সবাই মরহুমের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।