ঢাকার অতি নিকটেই সাভারের আশুলিয়া এখানে বাংলাদেশের ৬৪ জেলার মানুষ তাদের জীবিকা নির্বাহের জন্য ব্যস্ত থাকেন, আর এই সুযোগ কাজে লাগায় মাদক কারবারিরা। ১০০৩ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শনিবার রাত ১২ টার দিকে আশুলিয়ার ধামসোনার ডেন্ডাবর উত্তরপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক আব্দুর রহমান (৩৬) মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার মুন্সীকান্দি গ্রামের আবুল কালামের ছেলে। সে ডেন্ডাবর এলাকায় পরিবার নিশে ভাড়া বাসায় বসবাস করে।
আশুলিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফয়সাল মুরাদ বলেন, রহমান নামে ওই ব্যক্তির পেশাই মাদক ব্যবসা। দীর্ঘদিন ধরে সে মাদক কারবার চালিয়ে আসছিলো। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আবুল হাসান স্যারের নের্তৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময়১ হাজার তিন পিস ইয়াবাসহ রহমানকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক ব্যবসার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে মাদক মামলা দায়ের শেষে আজ রবিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।