নুতন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এসো দেশ বদলাই পৃথিবী বদলাই স্লোগানে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে গাইবান্ধায় বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছ্বাসে শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা তথ্য অফিসের আয়োজনে গতকাল বুধবার সকালে গাইবান্ধা সরকারি কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে ও জেলা তথ্য অফিসার ইসতিয়াক আাহমাদ আবীর এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জহির ইমাম, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,পুলিশ পরিদর্শক(নিঃ) শরিফুল ইসলাম, প্রফেসর মোঃ আঃ রশীদ,গাইবান্ধা সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মাসুদুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখার সভাপতি ফেরদৌস সরকার রুম্মান,গাইবান্ধা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তারিকুজ্জামান তারেক,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, গাইবান্ধা জেলা শাখার যুগ্ন আহবায়ক শরিফুল ইসলাম আপেল। পরে পরিস্কার – পরিচ্ছন্নতা অভিযান ও পরিবেশ সংরক্ষণ উদ্বুদ্ধকরণে একটি ্র্যালী কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে।