এনবিআর থেকে এর খসড়া অর্থ উপদেষ্টার কাছে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। বৃহস্পতিবার ঘোষণা আসতে পারে বলে এনবিআরের আয়কর বিভাগের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন। এর আগে সরকার দুই দফায় এক মাস করে বাড়িয়েছে।
সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ৩১শে জানুয়ারি পর্যন্ত এই রিটার্ন জমা দেয়া যাবে। এর আগে ৩১শে ডিসেম্বর ছিল রিটার্ন জমার শেষ সময়। আরেক আদেশে কোম্পানির ক্ষেত্রে রিটার্ন জমার সময় এক মাস বাড়িয়ে ১৫ জানুয়ারির পরিবর্তে ১৫ই ফেব্রুয়ারি করা হয়েছে। কোম্পানির ক্ষেত্রে এখনই না বাড়ানোর সিদ্ধান্ত রয়েছে।
আয়কর আইন অনুযায়ী, ব্যক্তি শ্রেণির করদাতার রিটার্ন জমা শেষ সময় ৩০শে নভেম্বর। বোর্ড চাইলে এরপর একক সিদ্ধান্তেই আরও এক মাস সময় বাড়াতে পারে। তবে অতিমারিসহ নানা সংকটকালীন সময়ে সরকার আদেশের মাধ্যমে চাইলে সময় বাড়াতে পারে। সেক্ষেত্রে বোর্ড নিজ থেকে পারে না। বরং সরকারের অনুমোদনের মাধ্যমে আদেশ জারি করতে পারে। এ বছর জুলাই-অগাস্টের আন্দোলন বিবেচনায় বারবার মেয়াদ বৃদ্ধি করা হচ্ছে।
২৩শে জানুয়ারি পর্যন্ত আয়কর রিটার্ন জমা পড়েছে ৩৩ লাখ ৯৮ হাজার ৯৩৭টি; এর মধ্যে অনলাইনে জমা পড়েছে ১১ লাখ ৬৯ হাজার ৭৫২টি। এর মাধ্যমে কর আদায় হয়েছে ৫ হাজার ৯ কোটি টাকা। গত করবর্ষে আয়কর রিটার্ন জমা পড়েছিল ৪৩ লাখের বেশি।