কাশেম আহাম্মেদ, মাগুরা জেলা প্রতিনিধি :
সোমবার (২৪শে ফেব্রুয়ারি) দুপুরে মাগুরা শহরের নোমানী ময়দান মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা বিএনপির আহবায়ক আলী আহাম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব এ্যাড. আব্দুস সালাম আজাদ , বিএনপির ত্রাণ ও পূনবাসন সম্পাদক নেওয়াজ হালিমা আরলী, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন ও মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান প্রমুখ। সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গসংগঠনের সকল নেতাকমী উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সালাম আজাদ বলেন, অবিলম্বে অতি দ্রুত নিবাচনের মাধ্যমে সরকার গঠন, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য সহনীয় রাখা, অবনতীশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নিবাচনী রোডম্যাপ ঘোষনা এবং পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলার জন্য সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।