কেন্দুয়া উপজেলা প্রতিনিধি:
কেন্দুয়া_আঠারোবাড়ি_হাইওয়ে_রাস্তায়_ডাকাতি- গত রাত আনুমানিক ৩.৩০ ঘটিকার সময় মাসকা বাজার এবং সাহিতপুর বাজারের মধ্যবর্তী স্থানে (চেংজানা-আটিগ্রাম) বিদ্যুতের সাব স্টেশন” সংলগ্ন মেইন রাস্তার উপর ডাকাতি সংঘটিত হয়, প্রত্যক্ষদর্শীদের তথ্য মতে জানা যায়- সঞ্জু মিয়া এর ফিসারীতে রাত্রি কালীন পাহাড়াদার সঞ্জু মিয়ার ছেলে মোঃ রাকিব মিয়া(১৭) এবং তারা মিয়া কে ফিসারির ঘড়ে এসে ৬-৭ জনের সঙ্ঘবদ্ধ মুখোশ পরিহিত ডাকাত চক্র রাকিব কে ঘুম থেকে ডেকে তুলে হাত পা বেধে মোবাইল ফোন নিয়ে যায়।পরবর্তীতে, সাহিতপুর বাজার থেকে মাসকা বাজারের দিকে মোটরসাইকেলে যাওয়ার সময় রাস্তার দুই পাশে মোটা রশি দিয়ে মোটরসাইকেল আরোহীর গতিরোধ করে পথচারীদের উপর নির্মমভাবে আঘাত করে,মোটরসাইকেল আরোহী মোঃ হেলিম মিয়া(২৫),পিতা- আব্দুল হাই,সাং- দিঘলী ইউ:পি -মাসকা কে জোড় পূর্বক টানা হেচরা করে রাস্তা থেকে ফিসারী ঘড়ে নিয়ে এসে হাতে পায়ে বেধে মাটিতে ফেলে রাখে এবং তার কাছ থেকে ২/৩ হাজার টাকা নিয়ে যায়।মোঃ হেলিম মিয়া হাত-পা বাধা অবস্থায় চিৎকার চেঁচামেচি করলে ডাকাত দলের সদস্যরা হেলিম কে ধারালো অস্ত্র দিয়ে বাম হাতে, গালে ও পিঠে উপর্যুপরি আঘাত করেন। এ সময় লোকজনের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা দৌড়ে পালিয়ে যায়। আহত অবস্থায় মোঃ হেলিম মিয়াকে স্থানীয় লোকজনের সহযোগিতা উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।গুরুতর আহত অবস্থায় ভিকটিম হেলিম মিয়া কে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক হেলিমের অবস্থা আশংজকা জনক দেখিয়া উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।এ রকম নেক্কারজনক ডাকাতির ঘটনায় কেন্দুয়াবাসীর জনমনে দেখা দিয়েছে আতঙ্ক, এর পরিত্রান পেতে কেন্দুয়া থানা পুলিশের বলিষ্ঠ ভূমিকা কাম্য।