আছিয়ার এই ঘটনায় বাংলাদেশ আজ লজ্জিত। আজকে অপসাংস্কৃতির কারণে আছিয়া এরূপ হত্যাকান্ডের শিকার। যদি ইসলামী শাসন ব্যবস্থা থাকতো তাহলে এ ধরণের ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করা যেত। কথাগুলো বলেন বাংলাদেশ জামায়াতি ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। আজ শনিবার সকালে শিশু আছিয়ার উপর নির্মম নির্যাতনের মর্মান্তিক মৃত্যুর কারনে দোয়া ও মাগফিরাত অনুষ্ঠানে একথাগুলো বলেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান।
শ্রীপুর উপজেলার সোনাইকুন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা জামায়াতে ইসলামীর আমির এমবি বাকেরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডাক্তার শফিকুর রহমান। ডাক্তার শফিকুর রহমান আরো বলেন, ৯০ দিনের মধ্যে বিচার কার্য সমাধান করে রায় কার্যকর করতে হবে। এছাড়া নরপশুদের সামাজিক ভাবে বয়কট করতে হবে। পরে আছিয়ার বাড়িতে তার মায়ের সাতে দেখা করতে যান। সেখানে তিনি আছিয়ার মায়ের দেখা পাননি। তাকে জানানো হয় আছিয়ার মায়ের শারীরীক অসুস্থতার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তিনি পরিবারের অন্যান্যদের সাথে কথা বলে চলে আসেন। এর আগে প্রথমে মাগুরার শ্রীপুরের সোনাইকুন্ডি জামিয়া উমর বিন খাত্তাব (রা) কবরস্থানে গিয়ে সেখানে আছিয়ার কবর জিয়ারত করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান।