কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ( কুবি) বাংলা বিভাগের উদ্যোগ ভাষা–সাহিত্য পরিষদের সহযোগিতায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ছাদে ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়। বাংলা বিভাগের ১৩ তম আর্বতনের শিক্ষার্থী আবু জাফর এর মোনাজাতের মাধ্যমে ইফতার মাহফিলটি শুরু হয়।
উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ড. মোঃ শামসুজ্জামান মিল্কীসহ বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা।উক্ত ইফতার মাহফিলে বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ শামসুজ্জামান মিল্কী বলেন, ” রমজান মাসের ইফতার করা ফজিলতপূর্ণ একটি কাজ। সবাই পরিবারের সঙ্গে ইফতার করতে চায়। কিন্তু শিক্ষার্থীরা অনেকেই ক্লাস-পরীক্ষার জন্য বাড়ি যেতে পারে না, আমরাও কর্মস্থলে অবস্থান করি। সেজন্য বিভাগের পক্ষ থেকে বাংলা পরিবারের সবাইকে নিয়ে এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন। “