মধ্যনগর ধর্মপাশা প্রতিনিধি :
সংযমের মাস মাহে রমজান,এমাসে মানুষ সৃষ্টিকর্তার কাছে গোনাহ মাফ চাইবে,পৃথিবীর সকল ধর্মপ্রাণ মুসলমান এই রমজান মাস থেকে শিক্ষা নিবে, রোজা রাখবে তারাবি পড়বে, শান্তির শুবাতাস বয়ে আনবে প্রতিটি মানুষের জীবনে,কিন্ত ইফতারের আগে ঘটে গেলো ভয়াবহ দুর্ঘটনা, মানুষ হয়ে মানুষকে কিভাবে রক্তাক্ত করে, এমনি একটি ঘটনা গঠেছে সুনামগঞ্জ জেলার নবগঠিত মধ্যনগর উপজেলার ২নং দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড দোপাঘাটে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করা হয়েছে,, স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল গফুরের ছেলে সোহেল ও রুবেল মিয়া, একই এলাকার ধোপাঘাট গ্রামের আবদুল গণি মিয়া,কে ছুরিঘাত করে শরীরের বিভিন্ন জায়গায় জখম করেছে,, আরো জানা যায়, আব্দুল গফুরের ছেলে সোহেল এবং রুবেল, যাকে কুপিয়ে রক্তাক্ত করেছেন,তিনি হলেন আব্দুল গনি মিয়া অর্থাৎ, ভাতিজা চাচাকে কুপিয়ে রক্তাক্ত করেছেন, এলাকাবাসী এবং স্থানীয় লোকজন থেকে জানা যায় মাটি ভরাকে কেন্দ্র করে এই ঘটনার সৃষ্টি তৈরি হয়, রক্তাক্ত অবস্থায় গনিমিয়াকে পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলা সদর হসপিটালে নেওয়ার পরে, শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, অবশ্য মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার্স ইনচার্জ ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, এবং আসামিদের গ্রেপ্তারের বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস দিয়েছেন মধ্যুনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার্স ইনচার্জ সজিবুর রহমান। এলাকাবাসী একটাই দাবি এরকম ঘটনার পুনরাবৃত্তি যেনো না হয় সেজন্য দোষীদের দ্রুত সময়ে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক ।