আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: আজমিরীগঞ্জে গভীররাতে শ্রীশ্রী জগন্নাথ জিউর আখড়ায় গভীররাতে হানা দিয়েছে একটি দূর্বৃত্তদল। বুধবার দিবাগত গভীররাতে পৌরসভাধীন নগর গ্রামের ওই আখড়ায় এ ঘটনা ঘটে। দূর্বৃত্তরা আখড়ার দারজা খুলে দিতে জোর চেষ্টা চালায়। এক পর্যায়ে তারা আখড়ার টিনের চালায় ঢিল ছুঁড়ে। এতে আতংকিত হয়ে পড়ে মহিলা সেবায়েত।! এক পর্যায়ে সে গোপন দরজা দিয়ে বের হয়ে আত্মরক্ষা করে। পুুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আতংক বিরাজ করছে।
জানা যায়, আজমিরীগঞ্জ পৌর এলাকার নগর গ্রামের মুন্সিহাটি সংলগ্ন শ্রীশ্রী জগন্নাথ জিউর আখড়াটি অবস্থিত। ওই আখড়াটি বেশকিছু দূরে জনবসতি অবস্থিত। তাই স্বাভাবিকভাবে আশপাশের স্থানটি নির্জন। ওই আখড়ায় দুইজন সেবায়েত কর্মরত রয়েছে। অসুস্থতার কারণে একজন বাড়ীতে যাওয়ায় বর্তমানে মহিলা সেবায়েত সেবাকার্যে নিয়োজিত রয়েছেন। এদিকে শ্রীশ্রী জগন্নাথ দেবের ভোগ নৈবদ্য নিবেদন শেষে প্রতিদিনের ন্যায় গতকাল বুধবার দিবাগত রাতের খাবারের পর ঘুমিয়ে পড়ে ওই সেবায়েত। রাত অনুমান সোয়া ১১ টার দিকে ৫/৬ জনের একটি দূর্বৃত্তদল হানা দেয় আখড়ায়। তারা মহিলা সেবায়েতকে দরজা খুলে দিতে বলে। পর দরজায় আঘাত করে জোরপূর্বক খোলার চেষ্টা চালায়। খুলতে না পেরে এক পর্যায়ে আখড়ার টিনের চালায় ঢিল মারে। অপরদিকে মহিলা সেবায়েত গোপন দরজা দিয়ে বের হয়ে এক ভক্তের বাড়িতে আশ্রয় নিয়ে, ঘটনাটি অবহিত করে।
এদিকে খবর পেয়ে থানার এএসআই খোকনের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। এরই মধ্যে ঘটনাস্থল থেকে সটকে পড়ে দূর্বৃত্তদল। এ ঘটনায় সেবায়েত সহ ভক্তদের মাঝে আতংক বিরাজ করছে।