দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঈদগাহ গোর-এ-শহীদ ময়দান দিনাজপুরে ঈদ-উল-ফিতর/২০২৫ নামাজের জামাত অনুষ্ঠিত হবে। সেই উপলক্ষে (২৮ মার্চ শুক্রবার) বিকাল পাঁচটায় গোর-এ-শহীদ ঈদগাহ ময়দান পরিদর্শন করেন জেলা প্রশাসক জনাব মোঃ রফিকুল ইসলাম, ও পুলিশ সুপার জনাব মোঃ মারুফাত হুসাইন।পরিদর্শন শেষে পুলিশ সুপার সাংবাদিকদের বলেন, ঈদগাহ ময়দানজুড়ে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। পুলিশ, র্যাব সদস্যরা ছাড়াও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করবে। নিরাপত্তা পর্যবেক্ষণ করতে ওয়াচ টাওয়ার ছাড়াও পুলিশের তৎপরতা সাদা পোশাকে অব্যাহত থাকবে। আমরা নিরাপত্তা ব্যাবস্থাকে ঢেলে সাজাচ্ছি। মেটাল ডিটেক্টর, আর্চওয়ের মাধ্যমে চেকিং হয়ে মুসুল্লিরা মাঠে প্রবেশ করবে। ময়দানের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। আশা করি নিরাপদে নির্বিঘ্নে মুসুল্লিরা নামাজ আদায় করে ঘরে ফিরতে পারবেন।