মনোয়ার বাবু (ঘোড়াঘাট) দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে প্রথমবারের মতো আলোক শিখা ফাউন্ডেশন আয়োজন করে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্যারিয়ার আড্ডা। মঙ্গলবার (১ এপ্রিল) সকাল ১১ টায় আর.সি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শুরু হয়ে এই অনুষ্ঠান চলে দুপুর ২ টা পর্যন্ত।ঘোড়াঘাট আলোক শিখা ফাউন্ডেশনের সভাপতি আবু উবাউদা’র আহবানে এবং সাধারণ সম্পাদক মনোয়ার হোসেনের সঞ্চালনায় শুরু হয় ক্যারিয়ার আড্ডা। বাংলাদেশ রেলওয়ের অবসরপ্রাপ্ত প্রকৌশলী মোঃ আব্দুল হাদীর সভাপতিত্বে এবং তাঁর বক্তব্যের মধ্যে দিয়ে শুরু এই মূল অনুষ্ঠান। এরপর প্রেরণা মূলক বক্তব্য দেন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মোঃ আব্দুল মালেক তালুকদার, বগুড়া কর অঞ্চলের সহকারী কর কমিশনার রুবিনা খাতুন, বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার মোঃ ছামছুজ্জামান, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক, সোনালী ব্যাংক পিএলসি শাখা ঘোড়াঘাটের সিনিয়র অফিসার নাজমুল হুদা। পরে এবার বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া উপজেলার প্রায় ৬৯ জনকে ক্রেস্ট উপহার দেওয়া হয়।বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া কয়েকজন শিক্ষার্থীদের কাছে তাদের অভিজ্ঞতা জানতে চাইলে তাঁরা বলেন, ‘কীভাবে বিসিএসের প্রস্তুতি নেব, কিংবা ক্যারিয়ারকে কীভাবে সাজাব তা নিয়ে কোনো পরিকল্পনা ছিল না। কিন্তু ক্যারিয়ার আড্ডায় অংশ নিয়ে যেমন ভালো পরামর্শ পেয়েছি তেমনি উদ্দীপনাও পেয়েছি।ক্যারিয়ার আড্ডার অন্যতম উদ্যোক্তা বিপ্লব মন্ডল বলেন, ‘বাংলাদেশের তরুণদের ভবিষ্যতের সঠিক পথ নির্দেশ করার তেমন কোনো ব্যবস্থা নেই। প্রায়ই তাঁরা হতাশায় ভোগেন। তাদের জীবনের সঠিক পথ দেখানো, তাঁদের উৎসাহ জোগানো, কীভাবে নিজেদের জীবন সাজাবে এবং সর্বোপরি কীভাবে তাদের ক্যারিয়ার গড়ে তুলবেন তা জানাতেই আমাদের এই প্রচেষ্টা।’তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীরা আমাদের ফেসবুকে তাঁদের পড়াশোনার অগ্রগতি সম্পর্কে জানান। ক্যারিয়ার বিষয়ে সেসব সমস্যায় ভোগেন সে সম্পর্কে পরামর্শ চান। আমরা শুধু বক্তব্য দিয়েই আমাদের দায়িত্ব শেষ করি না প্রতিনিয়তই তাঁদের সঙ্গে যোগাযোগ রাখছি।’