সাভারে এক যাত্রীকে জিম্মি করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। রবিবার (২২ জানুয়ারি) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে গত শনিবার দিবাগত রাতে ঢাকা-আরিচা মহাসড়েকর সাভার বলিয়াপুরে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মো. হোচাইন গাজীপুর জেলার বাসিন্দা। তিনি ঢাকার একটি হাসপাতালে ভর্তি অসুস্থ মেয়েকে দেখতে যাচ্ছিলেন।
হোচাইন বলেন, ‘সাভার হেমায়েতপুর থেকে লেগুনায় চড়ে গাবতলীর উদ্দেশে রওয়া হন। বলিয়াপুর এলাকায় পৌঁছলে লেগুনায় থাকা কয়েকজন আমাকে জিম্মি করে গাড়ি থেকে নিচে নামিয়ে ফেলে। পরে গলায় চাকু ধরে আমার মেয়ের চিকিৎসার জন্য সঙ্গে থাকা ১৫ হাজার টাকা নিয়ে যায়। এ ছাড়া আমার মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে আমি চিৎকার করলে আশেপাশে লোকজন এগিয়ে এসে দুজনকে আটক করে। বাকীরা পালিয়ে যায়। পরে পুলিশ অভিযান চালিয়ে অন্যদের আটক করে।’
গ্রেপ্তারকৃতরা হলেন মাদারীপুরের শিবচর থানার যাদুয়ারচর গ্রামের জাহাঙ্গীর মাতাব্বরের ছেলে আনোয়ার হোসেন (২৩), দিনাজপুরের চিবিরবন্দর থানার কাচনিয়া বটতলা গ্রামের আফজাল হোসেনের ছেলে জাহিদ হাসান (১৮), রংপুরের পীরগাছা থানার মৃত হানিফ হোসেনের ছেলে অঅব্দুল মোতালেব (১৯), যশোর কোতয়ালী থানার সতিঘাট বলরামপুর গ্রামের মোশারফ মোল্লার ছেলে মো. সুমন মোল্লা ও সাভারের গেন্ডা এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে মো. শাকিল (১৯)। এ মামলায় মো. বাচ্চু নামের একজন পলাতক রয়েছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও সাভার মডেল থানার উপরিদর্শক, আমিনবাজার ফাঁড়ির ইনচার্জ (এসআই) হারুন-অর-রশিদ বলেন, রাতে স্থানীয়দের সহযোগিতায় ছিনতাই চক্রের দুইজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যমতে, আরো তিনজনকে আটক করা হয়।