পহেলা এপ্রিল মঙ্গলবার বিকেল ৪ ঘটিকায় দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নে কাটলা উচ্চবিদ্যালয়ের মাঠে মরহুম আফতাব উদ্দিন স্যার ডাবল গরু ফুটবল টুর্নামেন্ট ২০২৫ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত ফুটবল ফাইনাল খেলার উদ্ভধোনী অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়ারদের মাঝে পুরষ্কার বিতরণ করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র বিরামপুর উপজেলার সভাপতি আলহাজ্ব মিঞা মোঃ শফিকুল ইসলাম মামুন, এসময় কাটলা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান নাজির হোসেন মন্ডল সহ আরো অনেকে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মিঞা মোঃ শফিকুল ইসলাম মামুন এ সময় বলেন মরহুম আফতাব উদ্দিন স্যার ডাবল গরু ফুটবল টুর্নামেন্ট ২০২৫ -এর ফাইনাল ম্যাচের চ্যাম্পিয়ন দল দিনাজপুরকে অভিনন্দন এবং সেই সাথে রানার্স আপ দল স্বাগতিক কাটলার জন্য শুভ কামনা। দুই দলই ভালো খেলেছে।ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি কাটলা ক্রীডা একাডেমির প্রতি সুন্দর একটি টুর্নামেন্ট এর আয়োজন করার জন্য।