নাদিম হোসেন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সম্পর্কে বিরুপ মন্তব্য এবং বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদে আওয়ামী ফ্যাসিস্ট, সন্ত্রাসীদের দখলদারী এবং চাঁদাবাজীর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।৪ এপ্রিল শুক্রবার সকালে দাইপুখুরিয়া ইউনিয়নের চাঁইপাড়া ইংলিশ মোড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং অঙ্গ সহযোগি সংগঠন ৩নং দাইপুকুরিয়া ইউনিয়ন শাখা আয়োজনে বক্তব্য রাখেন দাইপুখারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম মহাজন , সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম , সংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতিকুল ইসলাম জুয়েল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ রানা পাইলট, ও যুবদলের আহ্বায়ক আবদুস সালাম, কৃষক দলের সভাপতি মজিবুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম সহ প্রমূখ বিক্ষোভ সমাবেশ শেষে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অবৈধ দখল হওয়া একটি ডিপ উদ্ধার করে বৈধভাবে নিয়োগ পাওয়া ব্যক্তির কাছে চাবি বুঝয়ে দেই । এ বিষয়ে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ শিবগঞ্জ উপজেলা সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম বলেন, কেতাব উদ্দিন অবৈধভাবে দখল করে ডিপ ব্যবহার করছে । আমরা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেছি মামলা দায়ের করেছি। নিয়োগ বা ব্যক্তির কাছে বুঝিয়ে দেওয়া হবে।