
সৈয়দ সময় , নেত্রকোনা:
আবাদি ধানি ফসল ঘরে তুলতে ২০২৪-২৫ অর্থ বছরে গ্রামীন অবকাঠামো উন্নয়নে পাটা বিল থেকে শাপলা বিল পর্যন্ত ৮০০ মিটার রাস্তা শতভাগ নির্মাণ করায় খালিয়াজুড়ী উপজেলায় ৪ নং আদমপুর ইউনিয়নের ৮ ওয়ার্ডের নির্বাচিত জনপ্রিয় ওয়ার্ড মেম্বার অমর চৌধুরী এলাকাবাসীর প্রশংসিত হয়েছেন। সরেজমিনে এর সত্যতা পাওয়া গেছে। এক ভিডিও সাক্ষাৎকারে মেম্বার অমর চৌধুরী বলেন , ১ লক্ষ ১৬ হাজার টাকা ব্যয়ে পাটাবিল টু শাপলাবিল পর্যন্ত ৮০০ মিটার রাস্তা টি নির্মাণ করেছি আর হাওড় অঞ্চলের মানুষের একমাত্র আয়ের উৎস কৃষি কাজ ও মৎস্য।সারা বছরের খরচের অবলম্বন আবাদি জমির উৎপাদিত ধান যাতে রক্ষা করে ঘরে তুলতে পারে সেই জন্য সরকারি নির্দেশনা মোতাবেক মূল সড়ক থেকে পাটাবিল টু শাপলা বিল পর্যন্ত ৮০০ মিটার রাস্তা যথাসময়ে নির্মাণ কাজ শেষ করেছি কৃষক যাতে পাকাধান ঘরে তুলতে পারে । জনপ্রতিনিধি হিসেবে আমি আমার দায়িত্ব পালন করেছি এই এলাকাবাসী ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কে আন্তরিক ধন্যবাদ জানাই।প্রায় অর্ধ শতাধিক মানুষের সাথে কথা বললে তারা জানান , রাস্তা টি সম্পন্ন করায় মেম্বার অমর চৌধুরীর সেবামূলক কর্মকান্ডে আমারা
খুশী। আশা করছি যথাসময়ে কষ্টার্জিত সোনার ফসিল ঘরে তুলতে পারব ।