বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যা সাত ঘটিকায় দিনাজপুরের বিরামপুর হাবিবপুর স্কুল মাঠ প্রাঙ্গনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ৬ নং ওয়ার্ড পৌর যুবদলের পক্ষ থেকে ৬ নং ওয়ার্ড পৌর যুবদলের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ৩১ দফা সংক্রান্ত আলোচনা সভা ৬ নং ওয়ার্ড বিরামপুর যুবদলের সভাপতি মইনুল ইসলাম হীরার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ছাত্রদল আহবায়ক কমিটির সদস্য আবদুল্লার সঞ্চালনায় অনুষ্ঠান শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহকারী প্রচার সম্পাদক সানোয়ার হোসেন শাহ, উক্ত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন, পৌর বিএনপি’র সভাপতি হুমায়ুন কবীর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, উপজেলা বিএনপি’ যুবদলের সদস্য সচিব সরকারি প্রেসিকিউটর এডভোকেট মিঞা মোঃ শিরন আলম, পৌর বিএনপির সহ-সভাপতি আমিরুল ইসলাম সাহ, পৌর বিএনপি যুবদলের সদস্য সচিব পলাশ বিন আশরাফী , পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সাদেকুল ইসলাম, উপজেলা বিএনপির সহকারী প্রচার সম্পাদক সানোয়ার হোসেন সাহ, ৬ নং ওয়ার্ড পৌর বিএনপি’র সাবেক সভাপতি শফিকুর রহমান রতন প্রমুখ। এছাড়াও ৬ নং ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ সহ বিএনপি, যুবদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগন , বিরামপুর প্রেসক্লাবের আহ্বায়ক শাহ আলম মন্ডল সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ৬ নং ওয়ার্ড পৌর যুবদলের পক্ষ থেকে ৬ নং ওয়ার্ড পৌর যুবদলের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ৩১ দফা সংক্রান্ত আলোচনা সভায় বক্তারা বলেন ৩১দফা বাস্তবায়নে আমাদেরকে কাজ করতে হবে এবং জনগণের দ্বারপ্রান্তে যেতে হবে।এছাড়াও সাংগঠনিক তৎপরতা বাড়ার পাশাপাশি, দলকে তৃণমূল থেকে কেন্দ্র পর্যায়ে শক্তিশালী করে নির্বাচনের মাঠে নামার আহবান জানান।অনুষ্ঠান শেষে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা রোগ মুক্তি ও দেশবাসীর শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।