বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল বিরামপুর উপজেলা শাখার শ্রমিক দলের আহ্বায়ক কমিটির আয়োজনে ঈদ পুনর্মিলনী ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
(১১ এপ্রিল শুক্রবার) বিকেল ৫ টায় দিনাজপুরের বিরামপুর উপজেলা ও পৌর বিএনপির দলীয় কার্যালয়ে শ্রমিক দলের আহ্বায়ক এমদাদুল হকের সভাপতিত্বে, সদস্য সচিব শাহ আলম মন্ডলের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মিঞা মোঃ শফিকুল ইসলাম মামুন, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু।এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুব দলের সদস্য সচিব এডভোকেট শিরন আলম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রায়হান কবীর জনী, উপজেলা কৃষক সভাপতি শাহিনুর রহমান মাষ্টার, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বাদশা মোহাম্মদ নাজ্জাসী, সদস্য সচিব শায়েবিন আলমসহ উপজেলা ও পৌর বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের শ্রমিক দলের সকল সদস্য বৃন্দ।এসময় বক্তারা বলেন সাংগঠনিক তৎপরতা বাড়ার পাশাপাশি, দলকে তৃণমূল থেকে কেন্দ্র পর্যায়ে শক্তিশালী করে নির্বাচনের মাঠে নামার আহবান জানান।অনুষ্ঠান শেষে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা রোগ মুক্তি ও দেশবাসীর শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।