কাইয়ুম বাদশাহ মধ্যনগর সুনামগঞ্জ
সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার ১ নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের মহিষখলা বাজারে আজ সোমবার অনুমান বিকেল ৩টায় ইসরায়েলি পণ্য বর্জনের দাবিতে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।এই মিছিলে অংশ নেন মহিষখল মার্কাস মসজিদের সম্মানিত ইমাম সাহেব, এলাকার বিশিষ্ট আলেম-উলামা, গণ্যমান্য ব্যক্তি এবং শত শত ধর্মপ্রাণ মুসল্লি।মিছিলটি মহিষখলা বাজার থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা বয়কট ইসরায়েলি পণ্য, ফিলিস্তিনের পাশে দাঁড়াও।বক্তারা বলেন, ফিলিস্তিনে মুসলমানদের ওপর ইসরায়েলের বর্বর নির্যাতনের প্রতিবাদে আমাদের ঈমানি ও মানবিক দায়িত্ব হচ্ছে এই সন্ত্রাসী রাষ্ট্রের পণ্য সম্পূর্ণভাবে বর্জন করা।
তারা আরও বলেন, এই অর্থনৈতিক প্রতিবাদ আমাদের সংহতির প্রতীক, এটি বিশ্ববাসীর কাছে একটি শক্ত বার্তা পৌঁছে দেবে।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ইসরায়েলবিরোধী এই সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে এবং দেশের সর্বস্তরের মানুষকে এতে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়।বিক্ষোভটি শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয় এবং শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে ফিলিস্তিনের শহীদ ও নির্যাতিত মুসলমানদের জন্য আল্লাহর রহমত কামনা করা হয়।