সালমান আহম্মদ নেএকোনা কেন্দুয়া
বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে নেত্রকোনা ও সারাদেশের আপামর জনতাকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ক্ষেন্দ্রীয় কমিটির সদস্য, নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সচিব ও নেত্রকোনা-৩ (কেন্দুয়া,আটপাড়া) আসনের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালী।এক শুভেচ্ছা বার্তায় বলেন,” বাংলা নববর্ষ আমাদের শেকড়ের উৎসবে ভরপুর একটি দিন। এই দিনে আমাদের পুরনো গ্লানি ও দুঃখ ভুলে সামনে এগিয়ে যাওয়ার সংকল্প করি। এই দিনে অতীতের সব ভুলে গিয়ে ভালোবাসা,সহমর্মিতা ও মানবিকতার এক নতুন অধ্যয় শুরু করি।তিনি আরও বলেন,আমি বিশ্বাস করি সেবাই ধর্ম। এই বিশ্বাস থেকে আমি নতুন বছরেও কাজ করে যেতে চাই সমাজের সকল মানুষের জন্য, মানবতার জন্য। নতুন বছর সবার জীবনে সুখ ও সমৃদ্ধি বয়ে আনুক।নিকট অতীতে পৌরসভার দুটি গ্রাম ও বলাইশিমূল-ছবিলা গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষকে প্রাণঘাতী অবস্থায় যাওয়ার আগেই অতি অল্প সময়ের মধ্যে শান্তিপূর্ণ সমাধানে মধ্যস্হতা করে তিনি সাধারণ মানুষের মধ্যে আস্হার জায়গা অর্জন করেছেন। সাধারণ জনগণও এমন একজন নেতা চান যিনি আপদকালীন পরিস্থিতিকে এভাবেই শান্ত ও সুস্হির করতে পারেন। সামাজিক অনিয়ম অবক্ষয়ের বিরুদ্ধে কাজ করবেন এটাই জনতার চাওয়া।।