মোঃকাইয়ুম বাদশাহ মধ্যনগর প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ভারতীয় সীমান্ত সংলগ্ন কড়ইবাড়ী এলাকায় গরু পাচারের সময় পাঁচটি গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৬ এপ্রিল) সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন মাটিয়ারবন বিওপি কতৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করে গরুগুলো জব্দ করে।বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অতিরিক্ত নজরদারি চালানো হয়। এ সময় ভারত থেকে গরু পাচারের চেষ্টাকালে বিজিবি সদস্যরা তা শনাক্ত করেন এবং তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে পাচারকালে ফেলে যাওয়া ৫টি গরু জব্দ করেন। যার অনুমানিক সিজার মূল্য ৩ লক্ষ ২৫ হাজার টাকা। তবে এ সময় পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।স্থানীয়রা জানান, সীমান্তবর্তী এলাকাগুলোতে দীর্ঘদিন ধরেই গরু পাচার একটি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তবে সাম্প্রতিক সময়ে বিজিবির নজরদারি ও কঠোর অবস্থানের ফলে পাচারকারীরা এখন অনেকটাই চাপে রয়েছে।সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধীনস্থ মাটিয়ার বন বিওপির দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, “আমরা দেশের সীমান্ত নিরাপত্তা রক্ষায় নিয়মিত টহল ও অভিযান চালিয়ে যাচ্ছি। চোরাচালান ও অবৈধ গরু পাচার রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে